সিডনীতে বাঙালি মডেলকে পিটিয়ে মারলেন স্বামী
বাংলাদেশ বংশোদ্ভূত তরুণী সাবাহ খুন হয়েছেন অস্ট্রেলিয়ার সিডনীর উত্তর পশ্চিম অঞ্চলের ওয়েন্টওয়ার্থভিলে। ২৩ বছরের সাবাহ হাফিজ মূলত তার নিজের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে ২৪ বছরের এডাম কিউরেটনকে স্বামী হিসেবে বেছে নেয়। এবং দীর্ঘদিন ধরে তারা থাকতেন সিডনীর ওয়েন্টওয়ার্থভিল অঞ্চলে। খুনি স্বামী তার স্ত্রী সাবাহ হাফিজকে পিটিয়ে মেরে ফেলেছে বলেই পুলিশ