রাজশাহীর পুঠিয়া উপজেলায় নির্জন একটি কলাবাগান থেকে সোহেল (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) রাত ১টা থেকে সকাল ৮:৪৫টার মধ্যে, পুঠিয়া ইউনিয়নের কান্দ্রা পূর্বপাড়া এলাকায়।
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, খবর পেয়ে তিনি ও তার সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান। নিহত সোহেল পুঠিয়া থানার জরমডাঙ্গা গ্রামের মোঃ লিলতাব হোসেনের ছেলে। সে পেশায় ভ্যানচালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮:৪৫ মিনিটে কৃষক আব্দুস সালাম তার নিজস্ব কলাবাগানে কাজ করার সময় সোহেলের মরদেহ লুঙ্গি পেঁচানো অবস্থায় দেখতে পান। তিনি তাৎক্ষণিকভাবে স্থানীয়দের খবর দেন। পরে পুঠিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ভিকটিমের পিতা জানিয়েছেন, সোহেল মঙ্গলবার রাত ৭:৩০টায় খাওয়ার পর বাড়ি থেকে বাজারে যাওয়ার কথা বলে বের হয়েছিলেন। রাত ৯:৩০টার দিকে পরিবারের সদস্যরা তাকে ফোন করলে ফোন বন্ধ পাওয়া যায়।
ওসি কবির হোসেন জানান, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তের জন্য তদন্ত শুরু হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানাচ্ছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একুশে সংবাদ/রা.প্র/এ.জে