র্যাব-৮, পটুয়াখালী ক্যাম্প কর্তৃক বরগুনার শীর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার পলাতক আসামি মো. কালু ওরফে ইব্রাহীম কালু ওরফে বস্তি কালুকে ঢাকা মহানগরের দক্ষিণখান এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টার দিকে র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এবং র্যাব-১, সিপিসি-২, ঢাকার যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণখান থানাধীন রাইসা হেয়ার ড্রেসার, মুক্তিযোদ্ধা সুপার মার্কেট ও দেওয়ানপাড়া মডেল স্কুল রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ইব্রাহীম কালু বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের ডেমা চামেলি বাজার এলাকার সোনা মল্লিকের ছেলে।
উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে এক কিশোরকে কুপিয়ে জখম করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ঘটনাটি র্যাব-৮ এর দৃষ্টিগোচর হলে দ্রুত অভিযান পরিচালনার মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়।
এছাড়াও আসামি কালু ওরফে বস্তি কালুর বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম, মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ও নারী সংক্রান্ত অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে একাধিক দস্যুতা, ডাকাতির প্রস্তুতি, হত্যা প্রচেষ্টা মামলা এবং বিজ্ঞ আদালতের গ্রেফতারি পরোয়ানাও মুলতবি রয়েছে।
গ্রেফতারকৃত ইব্রাহীম কালুকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মহানগর বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
একুশে সংবাদ/প.প্র/এ.জে