ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি শ্বাসকষ্টজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর ছেলে রাজ্যকেও জ্বরে আক্রান্ত হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরীমনির ঘনিষ্ঠ সূত্র জানায়, তিনি তীব্র শ্বাসকষ্টে ভুগছিলেন। চিকিৎসকের পরামর্শে নিয়মিত নেবুলাইজ করতে হচ্ছে। দুপুরে জানা যায়, আপাতত শ্বাসকষ্টের সমস্যা কিছুটা নিয়ন্ত্রণে এলেও তিনি এখনো উচ্চমাত্রার জ্বরে ভুগছেন। শরীরে ব্যথাও রয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাঁকে আরও কয়েক দিন হাসপাতালে থাকতে হবে।

হাসপাতালে থাকার বিষয়টি নিজেও ফেসবুক পোস্টে ইঙ্গিত দিয়েছেন পরীমনি। পোস্টে তিনি লিখেছেন, “এই শহরের একটি বেসরকারি হাসপাতালের আত্মকাহিনি! কত শত মানুষ এর ভুক্তভোগী! আল্লাহ মাফ করুক!” পোস্টের শেষে আরও বিস্তারিত জানানোর কথাও উল্লেখ করেছেন।

এর আগে গত ১০ আগস্ট রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে কাছের মানুষদের নিয়ে ছেলের জন্মদিনের আয়োজন করেছিলেন তিনি।
এদিকে অসুস্থতার মাঝেই আসন্ন নতুন সিনেমা ‘গোলাপ’ নিয়ে আলোচনা করেছেন পরীমনি। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন নিরব। রাজনৈতিক থ্রিলারধর্মী এ চলচ্চিত্র পরিচালনা করছেন সামছুল হুদা। সিনেমায় পরীমনির চরিত্রের নাম ‘ডানা’, যেখানে তাঁকে নাচ, প্রেম ও অ্যাকশনধর্মী দৃশ্যে দেখা যাবে।

পরীমনি এর আগে ‘ডোডোর গল্প’ চলচ্চিত্রের শুটিং শেষ করেছেন। দীর্ঘ প্রায় দুই বছর আগে শুরু হওয়া ছবিটিতে তাঁর সহশিল্পী ছিলেন সাইমন সাদিক।
একুশে সংবাদ/এ.জে