AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৭ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে টি-২০ বিশ্বকাপ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০১:২৪ পিএম, ১০ সেপ্টেম্বর, ২০২৫

৭ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে টি-২০ বিশ্বকাপ

আগামী বছরের ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টটি চলবে ৮ মার্চ পর্যন্ত। ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ভারতীয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো এই তথ্য জানিয়েছে।

এবারের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ভারত ও শ্রীলঙ্কা। ভারতের পাঁচটি এবং শ্রীলঙ্কার অন্তত দুটি ভেন্যুতে ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে ফাইনাল কোন ভেন্যুতে হবে তা নির্ভর করছে পাকিস্তানের পারফরম্যান্সের ওপর।

পাকিস্তান যদি ফাইনালে পৌঁছায়, তাহলে ম্যাচটি হবে কলম্বোতে।

আর পাকিস্তান যদি আগেই বিদায় নেয়, তাহলে ফাইনাল অনুষ্ঠিত হবে ভারতের আহমেদাবাদে।

২০ দলকে চারটি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল যাবে সুপার এইটে। সেখানে দুই গ্রুপে বিভক্ত হয়ে একে অপরের মুখোমুখি হবে দলগুলো। প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল খেলবে সেমিফাইনালে। সর্বশেষে অনুষ্ঠিত হবে ফাইনাল।

পুরো টুর্নামেন্টে মোট ৫৫টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এখন পর্যন্ত ১৫ দল সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। এগুলো হলো— ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, নেদারল্যান্ডস ও ইতালি।

 


একুশে সংবাদ/এ.জে

Link copied!