AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে: তাহের


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:৫৪ পিএম, ১১ সেপ্টেম্বর, ২০২৫

জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে: তাহের

জামায়াতে ইসলামের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, “পাঁচ দফা প্রস্তাব অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন হবে এবং সেই সনদের ভিত্তিতেই আসন্ন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।”

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত বৈঠকে তিনি এ মন্তব্য করেন। সেখানে জুলাই জাতীয় সনদ-২০২৫ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনায় জাতীয় ঐকমত্য কমিশন প্রস্তাব করে, জুলাই সনদের বিষয়গুলো বাস্তবায়নে পাঁচটি সম্ভাব্য পদ্ধতি অনুসরণ করা যেতে পারে—অধ্যাদেশ, নির্বাহী আদেশ, গণভোট, বিশেষ সাংবিধানিক আদেশ এবং সংবিধানের ১০৬ অনুচ্ছেদের আওতায় সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ।

কমিশনের বিশেষজ্ঞ প্যানেল একাধিক বৈঠকে রাজনৈতিক দলের মতামত বিবেচনা করে প্রাথমিকভাবে এই পাঁচটি বিকল্প সামনে আনে। পরবর্তী আলোচনায় তা আরও সংক্ষিপ্ত করে চারটি প্রধান পথের সুপারিশ দেওয়া হয়—অধ্যাদেশ, নির্বাহী আদেশ, গণভোট এবং বিশেষ সাংবিধানিক আদেশ।

বৈঠকে রাজনৈতিক দলগুলোও নিজেদের অবস্থান পরিষ্কার করে। জামায়াতে ইসলামী বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে মত দেয়। গণসংহতি আন্দোলন চায় আদালতের মতামতের ভিত্তিতে সংসদীয় সংস্কারকে আইনের মাধ্যমে বাধ্যতামূলক করা হোক। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জানিয়েছে, তারা বর্তমান সংসদ থেকেই সনদ বাস্তবায়ন দেখতে চায়।

 

একুশে সংবাদ/স.ট/এ.জে

Link copied!