ইতালিতে সফল কাউন্সিলর শরীয়তপুরের জসিম মৃধা
শরীয়তপুরের নড়িয়ার কৃতি সন্তান মোঃ জসিম মৃধা ইতালিতে এসে ভাগ্যের চাকা ঘুরিয়েছেন এবং হয়েছেন একজন সফল রাজনীতিবিদও।জানা গেছে, তার বাবা ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা ও একজন সফল রাজনৈতিক নেতা। বাবার আদর্শেপ্রবাসের মাটিতে এসেও রাজনীতিতে সফল স্বপ্নবাজ মোঃ জসিম মৃধা বর্তমানে ইতালির আনাকোনা মুনিসিপিউ ফালকোনারা মারিত্তিমা এলাকার নির্বাচিত কাউন্সিলর ও ইতালি