ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) নতুন নেতৃত্ব পেল। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে সংগঠনটির সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের ব্যাটার মোহাম্মদ মিঠুন।
দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে কার্যক্রম প্রায় অচলাবস্থায় থাকলেও নির্বাচনের মধ্য দিয়ে কোয়াব আবারও সক্রিয় হলো।
কোয়াবের মোট ১১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ১০টি পদে একক প্রার্থী থাকায় ভোটের প্রয়োজন হয়নি। কেবল সভাপতি পদে ভোটগ্রহণ হয়। বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত বিসিবি প্রাঙ্গণে ভোট অনুষ্ঠিত হয়। স্বশরীরের পাশাপাশি অনলাইনেও ভোট দেওয়ার সুযোগ ছিল।
মোট ২১৫ ভোটের মধ্যে ১৮৮টি ভোট পড়েছে। এর মধ্যে ১৫৪ ভোট পেয়ে জয়ী হন মিঠুন। প্রতিদ্বন্দ্বী সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি সেলিম শাহেদ পেয়েছেন ৩৪ ভোট।
কার্যকরী পরিষদের অন্য সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন—নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, আকবর আলি, রুমানা আহমেদ, শামসুর রহমান শুভ, ইরফান শুক্কুর, খালেদ মাসুদ পাইলট ও ইমরুল কায়েস।
একুশে সংবাদ/এ.জে