টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় আবারও রাজনীতির মাঠে সক্রিয় হতে পারেন। তবে এবার তাঁর গন্তব্য আর বিজেপি নয়, বরং শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রতীকে ভোটে লড়তে পারেন তিনি— এমন ইঙ্গিত মিলছে।
সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত তৃণমূলের শহীদ দিবসের (২১ জুলাই) জনসভায় মঞ্চে দেখা গেছে শ্রাবন্তীকে। এরপর থেকেই জল্পনা শুরু হয়— এবার কি তৃণমূলেই যোগ দিচ্ছেন অভিনেত্রী?

একটি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শ্রাবন্তী বলেন, “এ মুহূর্তে কিছু চূড়ান্ত বলা সম্ভব নয়। তবে ভবিষ্যতে যদি মমতা বন্দ্যোপাধ্যায় ও দল মনে করেন আমি উপযুক্ত, তাহলে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেব। রাজনীতি এখনো আমার জন্য নতুন— সবকিছু বোঝার পরই কোনো পদক্ষেপ নেব। না বুঝে আগানো আমার পক্ষে ঠিক হবে না।”
সাক্ষাৎকারে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি। সেবার তিনি বিজেপির হয়ে বেহালা পশ্চিম কেন্দ্র থেকে প্রার্থী হয়ে পরাজিত হয়েছিলেন।
স্মৃতিচারণা করে শ্রাবন্তী বলেন, “তখন সিদ্ধান্তটা অনেকটা হঠাৎ করেই নিয়েছিলাম। ভেবেছিলাম জিতে যাব, কিন্তু বাস্তবতা ভিন্ন ছিল। হেরে যাওয়ার কারণে নয়, অভিজ্ঞতাটা মনোমতো না হওয়াতেই আমি নিজেই সরে আসি।”
তিনি আরও যোগ করেন, “বেহালা পশ্চিম আমার নিজের এলাকা, আমি সেখানেই ভোট দিই। তাই জায়গাটার সঙ্গে আবেগ জড়িয়ে আছে। যারা আমাকে ভোট দিয়েছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তবে এবার যদি কোনো সিদ্ধান্ত নিই, সেটা পুরো বোঝাপড়া ও প্রস্তুতির পরই হবে— শুধুই আবেগে নয়।”
শ্রাবন্তীর মতো আরও কয়েকজন তারকাও সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে ফিরেছেন। তাদের মধ্যে রয়েছেন রূপাঞ্জনা মিত্র, রিমঝিম মিত্র এবং সোহেল দত্ত।
এদিকে রাজনীতির পাশাপাশি অভিনয়েও সমান সক্রিয় শ্রাবন্তী। কিছুদিন আগে মুক্তি পেয়েছে সায়ন্তন ঘোষাল পরিচালিত তাঁর অভিনীত চলচ্চিত্র ‘রবীন্দ্র কাব্য রহস্য’, যেখানে তাঁর সঙ্গে ছিলেন ঋত্বিক চক্রবর্তী। এ বছরের দুর্গাপূজায় মুক্তি পেতে যাচ্ছে শ্রাবন্তীর বহুল প্রতীক্ষিত ছবি ‘দেবী চৌধুরাণী’, যেখানে তিনি কেন্দ্রীয় চরিত্রে এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থাকছেন ভবানী পাঠকের ভূমিকায়।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে