আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি
লক্ষ প্রাণ, সম্ভ্রম আর আত্মত্যাগের বিনিময়ে ১৯৭১—আমাদের স্বাধীনতা।মহান মুক্তিযুদ্ধের জন্মভূমি, দেশপ্রেমিকের জন্মভূমি, সেজদাতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত এই জন্মভূমি—তোমায় ভালবাসি।অপার সম্ভাবনার এই দেশ আজ আন্তর্জাতিক বিশ্বে সমাদৃত। পোশাক শিল্প, ওষুধ, হস্তশিল্প, চামড়া, চা ও কৃষি—আজ বহুমুখী রপ্তানির পণ্য। মানবসম্পদ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ও বিভিন্ন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের এবং বাঙালির পদচারণা