AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঢাবির রোকেয়া হলের কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী পলাশের মুনতাহা


Ekushey Sangbad
সাব্বির হোসেন, পলাশ, নরসিংদী
১২:৫১ পিএম, ১০ সেপ্টেম্বর, ২০২৫

ঢাবির রোকেয়া হলের কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী পলাশের মুনতাহা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে রোকেয়া হল সংসদের কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন নরসিংদীর পলাশ উপজেলার মুনতাহা ইসমাইল এশা। তিনি উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার নতুন বাজার গ্রামের অধ্যাপক ইসমাইল হোসেন খায়ারীর মেয়ে।

মঙ্গলবার (৯ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। এতে মুনতাহা ইসমাইল এশা ১১৩৮ ভোট পেয়ে নির্বাচিত হন।

নির্বাচিত হওয়ার পর মুনতাহা ইসমাইল এশা বলেন— “আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান রাব্বুল আলামিনের। ডাকসুর রোকেয়া হল সংসদে কার্যনির্বাহী সদস্য পদে আমি বিজয়ী হয়েছি। আমার শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানাই এতদিন আমাকে সাহস ও অনুপ্রেরণা দেওয়ার জন্য। সবার কাছে দোয়া চাই—আমার এই নেতৃত্ব যেন দেশ ও দশের কল্যাণে আসে।”

তার বাবা অধ্যাপক ইসমাইল হোসেন খায়ারী জানান, মুনতাহা নরসিংদী এনকে এম হাই স্কুল অ্যান্ড হোমস থেকে এসএসসি এবং নরসিংদী মডেল কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল করে উত্তীর্ণ হয়। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সে ৩৮তম স্থান অর্জন করে।

তিনি আরও বলেন, “মুনতাহা স্কুল জীবন থেকেই সামাজিক কাজে যুক্ত থেকে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। আমার প্রত্যাশা, প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কাজ করবে মুনতাহা।”

 


একুশে সংবাদ/ন.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!