চলন্ত অটোয় নাবালিকার যৌননিগ্রহ ,অভিযোগে গ্রেফতার পুলিশ কনস্টেবল
অটোয় নাবালিকার ‘শ্লীলতাহানি’ অভিযোগে গ্রেফতার পুলিশের কনস্টেবল।পকসো আইনে অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায় করা হল ।
পুলিশ জানিয়েছে যে, আসামির নাম দেবু মণ্ডল।তিনি কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সে কনস্টেবল পদে কর্মরত।শুক্রবার সন্ধ্যায় উল্টো ডাঙায় অটো করে যাচ্ছিলেন। পিছনের সিটে পাশেই ওই নাবালিকাকে তার মা সঙ্গে নিয়ে বসেছিলেন।
অটোটি তখন উল্টোডাঙা