AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নেপালের এয়ারপোর্টে জামাল বাহিনী, ফিরছেন দেশে


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:০৩ এএম, ১১ সেপ্টেম্বর, ২০২৫

নেপালের এয়ারপোর্টে জামাল বাহিনী, ফিরছেন দেশে

কয়েকদিনের অনিশ্চয়তার পর অবশেষে নেপাল ছাড়তে পারছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে তারা কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে পৌঁছায়। দুপুর ১১টার পর বিশেষ ফ্লাইটে তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে। একই বিমানে ফিরছেন ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিকরাও।

বাফুফে, কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাস ও সরকারের সমন্বিত উদ্যোগে দ্রুত সময়ে দলের ফেরার ব্যবস্থা করা হয়।

উল্লেখ্য, নেপালে চলমান ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর ৯ সেপ্টেম্বর দুপুর থেকে দেশটির সব ফ্লাইট স্থগিত ছিল। গতকাল সন্ধ্যায় আকাশপথ পুনরায় চালু হলে জামাল ভূঁইয়াদের ফেরার ব্যবস্থা করা হয়।

বাংলাদেশ দল সফরে দুটি ম্যাচ খেলার কথা ছিল। তবে ৮ সেপ্টেম্বর শুরু হওয়া আন্দোলনের কারণে ৯ সেপ্টেম্বরের খেলা বাতিল হয়। সেদিনই দেশে ফেরার চেষ্টা করলেও ফ্লাইট না থাকায় সম্ভব হয়নি। ফলে ফুটবলাররা গত দুই দিন হোটেলেই অবস্থান করছিলেন।

 

একুশে সংবাদ/ঢ.প/এ.জে

Link copied!