জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা ক্যারিয়ারের শুরু থেকে একের পর এক পুরস্কার ও সম্মাননা অর্জন করে আসছেন। মেরিল-প্রথম আলো, সিজেএফবি পারফরম্যান্স, মিরর, বাইফা সহ মূলধারার প্রায় সব বড় অ্যাওয়ার্ডই যুক্ত হয়েছে তার ঝুলিতে।
সাম্প্রতিককালে তিনি পেয়েছেন গ্রিণলিফ ম্যাগাজিন প্রদত্ত “গ্রিণলিফ অ্যাওয়ার্ড”, যা তার জন্য বিশেষ আবেগের। কারণ, একই অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন তার মা, রত্নগর্ভা সালমা বেগমও, যিনি সম্মাননা অর্জন করেন।
গত শুক্রবার (২২ আগস্ট) রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটারগার্ডেনে আয়োজিত অনুষ্ঠানে তিশা ও তার মায়ের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন কিংবদন্তি অভিনয় শিল্পী দিলারা জামান, আবুল হায়াত ও দেশসেরা যাদুশিল্পী জুয়েল এইচ।

অ্যাওয়ার্ড হাতে পেয়ে তানজিন তিশা আবেগ প্রকাশ করে বলেন, “আজকের অ্যাওয়ার্ড ফাংশনটা আমার জন্য খুবই বিশেষ। আমার গল্পের পেছনে যদি একজনকে কৃতিত্ব দিতে হয়, তবে সেটা আমার মা। আজ আমার মাকে সম্মাননা দেওয়া হয়েছে—এটা জীবনের বড় পাওয়া। পাশাপাশি আমি আমার পছন্দের মানুষের কাছ থেকে অ্যাওয়ার্ড নিয়েছি, আর আম্মুও তাঁর পছন্দের মানুষের কাছ থেকে পেয়েছেন—এটা আমাদের দু’জনের জন্যই আনন্দের।”
ছোট পর্দা থেকে ক্যারিয়ার শুরু করলেও তানজিন তিশাকে দর্শকরা একজন গুণী অভিনেত্রী হিসেবেই মূল্যায়ন করছেন। তিনি অভিনয় করেছেন পাড়া গাঁয়ের কন্যা, চিকিৎসক, কর্পোরেট কর্ণধার, গৃহকর্মী, দুষ্টু কিশোরী, মেধাবী ছাত্রী এবং ছিনতাইকারী চরিত্রে। এছাড়া ওয়েব ফিল্মে তার অভিনয় দর্শকপ্রিয়তা পেয়েছে।
তার অভিনয়শৈলী এখন দর্শকদের কাছে সিনেমার নায়িকা হিসেবে দেখার আকাঙ্ক্ষা জাগাচ্ছে।
একুশে সংবাদ/এ.জে