নব্বইয়ের দশকে নেপালের বিপক্ষে সহজ জয় পেয়েছিল বাংলাদেশ। কিন্তু সাম্প্রতিক সময়ে সেই ধারাবাহিকতা আর নেই। টানা পাঁচ বছর ধরে নেপালের বিপক্ষে জয়ের দেখা পাচ্ছে না লাল-সবুজরা। শেষবার ড্র হয়েছিল ২০২১ সালে, এরপর ২০২২ সালে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশ। চার বছর পর কাঠমান্ডুতে আবারও নেপালের বিপক্ষে ড্র করল জামাল ভূঁইয়ার দল।
আজ শনিবার অনুষ্ঠিত ফিফা প্রীতি ম্যাচে দশরথ স্টেডিয়ামে গোলশূন্য সমতায় শেষ হয় দুই দলের লড়াই। আগামী অক্টোবরের এশিয়ান কাপ বাছাই সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবেই ম্যাচটি আয়োজন করা হয়। ম্যাচে দুদলই গোলের সুযোগ তৈরি করলেও জালের দেখা পায়নি।

বাংলাদেশের নিয়মিত গোলরক্ষক মিতুল মারমা না খেলায় জাতীয় দলে অভিষেক হয় সুজন হোসেনের। নেপাল একাধিকবার আক্রমণে গেলেও স্পষ্ট কোনো গোলের সুযোগ তৈরি করতে পারেনি, ফলে তাকে বড় পরীক্ষা দিতে হয়নি। প্রথমার্ধে বাংলাদেশেরই ছিল সবচেয়ে সহজ সুযোগ; রহমত মিয়ার লম্বা থ্রো ধরতে গিয়ে নেপালের গোলরক্ষক কিরণ বল মিস করলে ফাঁকা পোস্ট পেলেও বাংলাদেশি ফরোয়ার্ড বল জালে পাঠাতে ব্যর্থ হন।

দ্বিতীয়ার্ধে তুলনামূলক গোছানো ফুটবল খেলেছে বাংলাদেশ। বল দখল ও পাসিংয়ে উন্নতির ছাপ ছিল। অন্যদিকে নেপাল দুই বছর ঘরোয়া লিগ ছাড়া থাকলেও সাম্প্রতিক দেড় মাসের প্রস্তুতি নিয়ে মাঠে নেমে কোচ ম্যাট রসের অধীনে বিল্ড-আপ ফুটবলের চেষ্টা করেছে। তবে মাঠের মান খেলার গতি কমিয়ে দেয়। বৃষ্টির পর ভারী হয়ে যাওয়া দশরথ স্টেডিয়ামের ঘাসে খেলোয়াড়দের কয়েকজন আঘাত পেলেও গুরুতর কিছু হয়নি।
নেপালের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর।
একুশে সংবাদ/এ.জে