জনতার দলের কালীগঞ্জ উপজেলা শাখার কার্যালয় উদ্বোধন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা শাখার আয়োজনে কালীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানে দলের ভাইস চেয়ারম্যান রাহেলা পারভীন শিশিরের সঞ্চালনায় এবং উপজেলা কমিটির আহ্বায়ক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মোঃ শামীম কামাল চৌধুরী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দলের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আযম খান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) মাহবুবুল আলম, লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) সাব্বির আহমেদ, কর্নেল (অবঃ) আবুল কালাম মোহাম্মদ জাকি, যুগ মহাসচিব মেজর (অবঃ) মোঃ জাকির হোসেন, সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক মেজর (অবঃ) মোহাম্মদ বদরুল আলম সিদ্দিকী, সংগঠনের মুখপাত্র ও সমন্বয়ক মেজর (অবঃ) ডেল এইচ খাঁন, জেলা কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ শামসুদ্দিন, মহানগর নেতারা নুরুল ইসলাম, শফিকুল ইসলাম বাবুল, উপজেলা সদস্য সচিব মোঃ নোমান, সাংবাদিকসহ প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজদের জনতার দলে ঠাঁই নেই। ডাকসু নির্বাচনে যাদের ভূমিধস পরাজয় হয়েছে, তাদের কথা উল্লেখ করে তিনি বলেন, সৎ লোকদের রাজনীতিতে আসতেই হবে। গত ৫৪ বছরে ভালো মানুষরা রাজনীতিতে আসেনি বলেই দুর্বৃত্তরা দেশকে নিয়ন্ত্রণ করে দুঃশাসন প্রতিষ্ঠা করেছে।
আলোচনা শেষে দোয়া ও বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং লাল ফিতা কেটে কার্যালয়ের উদ্বোধন ঘোষণা করা হয়।
একুশে সংবাদ/গা.প্র/এ.জে