AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নারীকেই কামনা ও বাসনার বস্তু হিসেবে তুলে ধরা হয়েছে — জয়া আহসান


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১১:৫৭ এএম, ৩০ জুলাই, ২০২৫

নারীকেই কামনা ও বাসনার বস্তু হিসেবে তুলে ধরা হয়েছে — জয়া আহসান

মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস পুতুলনাচের ইতিকথা এবার রূপ নিচ্ছে বড় পর্দায়। সুমন মুখার্জি পরিচালিত এই চলচ্চিত্রে কুসুমের ভূমিকায় অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান।

ছবির মুক্তির আগে কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক সুমন মুখার্জি, জয়া আহসান ছাড়াও প্রেসিডেন্সির ইংরেজি বিভাগের অধ্যাপক সুমিত চক্রবর্তী এবং বাংলা বিভাগের অধ্যাপক সন্দীপকুমার মণ্ডল।

May be an image of 1 person

আলোচনার শুরুতে পরিচালক সুমন জানান, “উপন্যাস নিয়ে বহু বিশ্লেষণ হয়েছে। আমি বরং চিত্রনাট্যের বিষয়েই কথা বললাম। যেমন ‘শরীর শরীর শরীর, তোমার মন নেই কুসুম’—এই সংলাপটি উপন্যাসে কার দৃষ্টিভঙ্গি থেকে বলা হয়েছে তা স্পষ্ট নয়, কিন্তু সিনেমায় আমরা সেটা স্পষ্ট করে তুলে ধরেছি।”

May be an image of 1 person

আলোচনায় অভিনেত্রী জয়া আহসান বলেন, “সমাজে বরাবরই নারীর অবস্থানকে কামনা ও আকাঙ্ক্ষার বস্তুরূপে দেখানো হয়েছে। কিন্তু কুসুমের মধ্যে নিজস্ব চাহিদা, আকাঙ্ক্ষা রয়েছে—যা সে গোপন করে না। সে যেন খোলা পাতার বই।”

May be an image of 1 person and jewellery

তিনি আরও বলেন, “কুসুমের দেহ, মন ও আত্মা একই সুরে বাঁধা। এইখানেই শশীর সঙ্গে তার তফাৎ। কুসুম এক স্বাধীনচেতা নারী, যে শশীর চরিত্রকেও প্রশ্ন করার সাহস রাখে। সে এক রকম সতেজ, মুক্তচিন্তার প্রতীক।”

May be an image of 1 person

নিজের সঙ্গে কুসুমের তুলনা প্রসঙ্গে জয়া বলেন, “আমি নিজেও হয়তো কুসুমের মতো হতে পারব না। তার মধ্যে কোনো দ্বিধা নেই। সমাজের তথাকথিত সীমারেখা বা ‘লক্ষ্মণরেখা’ কুসুম মানে না। সেই জায়গা থেকেই সে অনেক আধুনিক, অনেক সাহসী।”

May be an image of 1 person

তিনি উদাহরণ টানেন গ্রামীণ বাউলদের দার্শনিকতা থেকে, “দেহ, মন, আত্মা—সবই একসূত্রে বাঁধা। যা ভাঙে, তা-ই আবার নতুন সৃষ্টির উৎস।”

 

একুশে সংবাদ/ঢ.প/এ.জে

Link copied!