কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি বর্তমানে আলোচনায় রয়েছেন তার নতুন ছবি ‘দেবী চৌধুরানী’ নিয়ে, যা মুক্তি পেতে যাচ্ছে আগামী শারদীয় উৎসবে। ইতোমধ্যে প্রকাশিত টিজার ঘিরে দর্শকের মাঝে তৈরি হয়েছে কৌতূহল। এ কারণেই নায়িকার ব্যস্ততা এখন মূলত এই সিনেমা কেন্দ্রিক।
তবে সিনেমার কাজের বাইরে সামাজিক যোগাযোগমাধ্যমেও সমান সক্রিয় তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন বেশ কিছু ফটোশুটের ছবি, যা প্রকাশের পরপরই ভাইরাল হয়ে যায়। তার গ্ল্যামারাস উপস্থিতি ভক্তদের দৃষ্টি কেড়েছে সহজেই।

ছবিগুলোতে শ্রাবন্তীকে দেখা যায় গোলাপি রঙের লেহেঙ্গায়। খোলা চুল আর হালকা মেকআপে তার স্বাভাবিক সৌন্দর্য আরও উজ্জ্বল হয়ে উঠেছে; ক্যামেরার সামনে দিয়েছেন নানা অভিব্যক্তি।
স্বাভাবিকভাবেই এসব ছবিতে নেটিজেনদের ভালোবাসা ও প্রশংসার জোয়ার বইছে। মন্তব্য ঘরে কেউ লিখেছেন “দারুণ লুক”, কেউ আবার প্রশংসা করেছেন “মিষ্টি হাসি” বলে।

যদিও ব্যক্তিগত জীবনের নানা উত্থান-পতনের কারণে প্রায়ই আলোচনায় আসেন শ্রাবন্তী, তবুও তিনি সবসময় কাজ ও ভক্তদের ভালবাসাকেই প্রাধান্য দেন। ব্যক্তিগত ঝড় সামলেও অভিনেত্রী ধরে রেখেছেন নিজের তারকাখ্যাতি আর আকর্ষণীয় উপস্থিতি।
একুশে সংবাদ/এ.জে