AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিসিবি নির্বাচনে তিন সদস্যের কমিশন ঘোষণা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:৪৮ পিএম, ৬ সেপ্টেম্বর, ২০২৫

বিসিবি নির্বাচনে তিন সদস্যের কমিশন ঘোষণা

জাতীয় নির্বাচনকে ঘিরে ব্যস্ততার মাঝে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন কিছুটা আলোচনার বাইরে চলে গিয়েছিল। একপর্যায়ে গুঞ্জন উঠেছিল যে, বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে রেখেই গঠন হতে পারে একটি ‘অ্যাডহক কমিটি’। তবে সেই সম্ভাবনা বাতিল করে বিসিবি আনুষ্ঠানিকভাবে নির্বাচনের সময়সূচি ঘোষণা করে।

শনিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরিচালনা পর্ষদ নির্বাচন ২০২৫ আয়োজনের জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে বিসিবি। বোর্ডের সংবিধান অনুযায়ী এই কমিশনই পুরো নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করবে।

ঘোষণা অনুযায়ী কমিশনে দায়িত্বপ্রাপ্তরা হলেন—
১। অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী – প্রধান নির্বাচন কমিশনার
২। মো. সিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম, অতিরিক্ত মহাপরিদর্শক ও প্রধান, সিআইডি – নির্বাচন কমিশনার
৩। জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) – নির্বাচন কমিশনার

বোর্ডের সর্বশেষ সভায় সিদ্ধান্ত হয়েছে, অক্টোবরের প্রথম সপ্তাহেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ২০২১ সালের ৬ অক্টোবর সর্বশেষ নির্বাচন হয়েছিল বিসিবিতে। চার বছর পর সংবিধান অনুসারেই নতুন নির্বাচন আয়োজন করতে যাচ্ছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!