সুনামগঞ্জের মাধ্যনগর উপজেলার ২ নং বংশিকুন্ডা দক্ষিণ ইউনিয়নের দ্বিতীয় ধাপে বিএনপির উৎসব মুখর পরিবেশে দ্বিবার্ষীক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) ১২ টার সময় প্রথম অধিবেশনে দ্বিবার্ষীক সম্মেলন শুরু হয়।পরে দুপুর ১ টা থেকে বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
দুপুর ১২টায় প্রথম অধিবেশনের কাউন্সিল সম্মেলনে, সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. সুজন মিয়া। সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আবে হায়াৎ, বিশেষ অতিথি উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. আব্দুল কাইয়ুম মজনু, যুগ্ম আহ্বায়ক মো. আবুল বাশার, যুগ্ম আহ্বায়ক মো. মোশাহিদ তালুকদার এবং উপজেলা বিএনপির সদস্য মো. কামাল হোসেন। তাছাড়াও বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশন আবেহায়াৎ ও নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীগণ ।
নির্বাচনের বিজয়ীদের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ আবেহায়াৎ ও ১ নং যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু তালুকদার। এতে সভাপতি পদে মো.শাহেবুর আলম ঘোড়া প্রতীক নিয়ে ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দ্বী মো.সেনোয়ার হোসেন চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ১৯৩ ভোট। সাধারণ সম্পাদক পদে মো.ইনামুল গণি তালুকদার রুবেল তালা প্রতীক নিয়ে ২৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দ্বী মো.নজরুল ইসলাম ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ১৯৪ ভোট।
সহ সভাপতি পদে মো.সাইকুল ইসলাম মাছ প্রতীক নিয়ে ২৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দ্বী ফখর উদ্দিন মোরগ প্রতীক নিয়ে পরাজিত হয়েছেন ১৮৪ ভোট পেয়ে । যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ইমারত হোসেন মোমবাতি প্রতীক নিয়ে ১৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দ্বী শহীদ মিয়া হারিকেন প্রতীক নিয়ে পেয়েছেন ১৮৩ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে রাসেল মিয়া মোটর সাইকেল প্রতীক নিয়ে ১৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দ্বী মো.ইকবাল হোসেন অটোরিকশা প্রতীক নিয়ে পেয়েছেন ১২৯ ভোট।
একুশে সংবাদ/সু.প্র/এ.জে