‘পাহাড়ের ভূত’-এর ছবি পেতে পায়ে হেঁটে হিমালয়ে ১৬৫ কিমি পাড়ি মার্কিন তরুণীর
‘পাহাড়ের ভূত’-র ছবি চাই! কাঁধে ক্যামেরা ঝুলিয়ে হিমালয়ের পথে পাড়ি জমালেন এক মার্কিন তরুণী। তুষার ঢাকা ‘অন্নপূর্ণা’-র পথে ট্রেকিং করলেন প্রায় ১৬৫ কিলোমিটার। পায়ে হেঁটে পৌঁছে গেলেন সাড়ে ৭ হাজার ফুট উচ্চতায়। অবশেষে মিলল সাফল্য। যাদের খুঁজছিলেন, তাদের ছবি লেন্সবন্দি করে ফিরলেন তিনি। পরে তা নিজের ইস্টাগ্রাম প্রোফাইলে পোস্টও