আন্তর্জাতিক সামিটে প্রধান আলোচক কুবি অধ্যাপক ড. শরিফুল করিম
যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংগঠন `দ্য স্কুল অব লিডারশিপ ইউএসএ`(এসওএল) ও `দ্য ইনজাস্টিস রিফর্ম ইউএসএ এন্ড লিওয়ে পিস এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন নাইজেরিয়া`র যৌথ আয়োজনে `দি গ্লোবাল লেবার ডে সামিট ফর লিডারশিপ অন এম্পাওয়ারিং ওয়ার্কার্স ফর বেটার টুমোরো` শীর্ষক সামিটে প্রধান আলোচক হিসেবে অংশ নিতে যাচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান