ঢাকাই চলচ্চিত্রের আলোচিত তারকা পরীমনি সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও আলোচনায়। খোলামেলা ভাবনা ও ব্যক্তিগত উপলব্ধি শেয়ার করার জন্য পরিচিত এই অভিনেত্রী এবার এক ব্যতিক্রমধর্মী মন্তব্য করে নজর কাড়লেন।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে নিজের ফেসবুক প্রোফাইলে তিনি লেখেন, “যে সবার, সে আসলে কারও না। সে হলো ফ্রিল্যান্সার!”
এই স্ট্যাটাস ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয় মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ এটি মজার ছলে নিয়েছেন, আবার কেউ ব্যাখ্যা খুঁজছেন— এই মন্তব্য কাকে উদ্দেশ করে করা।

এছাড়া, আরেকটি পোস্টে পরীমনি জানিয়েছেন, তার ছেলে রাজ্যর জন্মদিন উপলক্ষে নির্ধারিত হয়েছে বিশেষ পোশাকের রঙ। আগামি ১০ আগস্ট অনুষ্ঠিতব্য এই আয়োজনে অতিথিদের জন্য নির্ধারিত ড্রেস কোড— মেরুন।
পরীমনি ও অভিনেতা শরীফুল রাজের সম্পর্ক ও বিচ্ছেদ বরাবরই ছিল প্রকাশ্য আলোচনার বিষয়। এখন তিনি রাজ্য ও ছোট সন্তান প্রিয়মকে নিয়েই পারিবারিক জীবন কাটাচ্ছেন।
বর্তমানে পর্দায় অনুপস্থিত থাকলেও, অভিনেত্রীর ঘনিষ্ঠ মহল বলছে, শিগগিরই তিনি নতুন কোনো প্রকল্পে অভিনয়ে ফিরবেন। তার অনুরাগীরাও অপেক্ষায় রয়েছেন তার ফেরার খবর শোনার।
একুশে সংবাদ/এ.জে