কিশোরগঞ্জের ভৈরবে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের (প্রায় ২২) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুর ১২টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কের নিকটে লক্ষীপুর এলাকার রেললাইনের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ জানান, সকাল ১১টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। মৃতের পরিচয় জানা যায়নি। লাশে কোনো আঘাতের চিহ্ন নেই, তবে মুখ থেকে রক্ত বের হয়ে আছে।
তিনি জানান, ঘটনাস্থল রেললাইনের ১০ গজ দূরে কুলিয়ারচর এড়িয়ায় পড়ে। কুলিয়ারচর পুলিশ তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/কি.প্র/এ.জে