বিএনপির ভাইস চেয়ারম্যান প্রয়াত আব্দুল্লাহ আল নোমানের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেল তিনটায় চট্টগ্রামের দ্য কিং অব চিটাগং ক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মির্জা আব্বাস। বক্তব্যে তিনি বলেন, “ডাকসুর নির্বাচনকে ঘিরে আমার মাথায় আসে না এত ভোট জামায়াত-শিবির পেল কোথা থেকে। তারা তলে তলে আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়ে নির্বাচনে কাজ করেছে। অথচ প্রতিটি সমাবেশে তারা বলে আওয়ামী লীগকে কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তারা ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসরদের পুনর্বাসনের চেষ্টা করছে। গতকালের ডাকসু নির্বাচন তার জ্বলন্ত প্রমাণ।”
স্মরণসভায় সভাপতিত্ব করেন সাবেক রাষ্ট্রদূত, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাহবুবুর রহমান শামীম, আব্দুল্লাহ আল নোমানের পুত্র সাঈদ আল নোমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাদের গণি চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, বাবুর সুশীল বড়ুয়া, এরশাদ উল্লাহ, প্রফেসর ড. সিদ্দিক আহমদ চৌধুরী, এডভোকেট বদরুল আনোয়ার, আবু সুফিয়ান, একরামুল করিম, আলহাজ সালাউদ্দিন, কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহারসহ অসংখ্য নেতৃবৃন্দ।
একুশে সংবাদ/চ.প্র/এ.জে