কিশোরগঞ্জের ভৈরবে ধর্ষণের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। অভিযুক্ত ধর্ষণকারী রবিন (২১) উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের ঝগড়ারচর গ্রামের হযরত আলীর ছেলে। গতকাল রাত আনুমানিক এগারটার সময় ঢাকা লালবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার সিনিয়র পুলিশ সুপার মো. মোহিত কবির সেনিয়াবাত লিখিত বক্তব্যে জানান, ভুক্তভোগী নারীর সাথে বিগত তিন মাস পুর্বে ইমোতে পরিচয় হয়। এরই জেরে উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এ সুবাধে গত রবিবার ভিকটিমকে বিয়ের আশ্বাসে কথা বলে ভৈরবে নিয়ে আসে। পরে বিভিন্নস্থানে ঘুরাফেরা করে বিয়ের আশ্বাসে গাজীরটেক এলাকায় একটি ইটাখোলা দু-চালা টিনসেট ঘরের পিচনে নিয়ে গিয়ে নারীকে ধর্ষন করে ওই নারীকে ঘটনাস্থলে রেখে পালিয়ে যায়। রবিন পালিয়ে যাবার পর ভুক্তভোগী নারী তার মাকে মোবাইল ফোনে বিষয়টি অবগত করেন।
খবর পেয়ে মা তাছলিমা বেগম ঘটনাস্থল ভৈরবে পৌছে । ধর্ষণের অভিযোগে একদিন পর রবিনকে প্রধান আসামি করে ভৈরব থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলার আসামী রবিন মিয়া গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়। প্রযুক্তির মাধ্যমে র্যাব ১৪ ভৈরব ও র্যাব ১০ এর যৌথ অভিযানে ঢাকা লালবাগ এলাকা থেকে গতকাল রাতে আসামী রবিনকে গ্রেফতার করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করে র্যাব।
একুশে সংবাদ/কি.প্র/এ.জে