ইসলাম নারীদেরকে মহান করেছে
ইসলামপূর্ব যুগে গৃহপালিত পশু, বাজারের পণ্যসামগ্রী আর নারীর মাঝে তেমন কোনো ব্যবধান ছিল না। নারীর সামাজিক স্বীকৃতি তো ছিলই না-বেঁচে থাকার অধিকারটুকুও ছিনিয়ে নেওয়া হয়েছিল। তাদের জন্ম ছিল যেন পরিবার পরিজনের লজ্জার কারণ। নারীকে জীবন্ত কবর দেওয়া হতো! এমন সময় আল্লাহ ঘোষণা করেন, ‘আর যখন জীবন্ত সমাধিস্থ কন্যাকে