AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
কিপটা জামাই বনাম সুন্দরী বউ:

হাসির তুফানে মাতালেন তন্ময়-মিহি, নজর কাড়লেন হেদায়েত উল্লাহ তুর্কী!


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১২:৪৮ পিএম, ২৪ জুলাই, ২০২৫

হাসির তুফানে মাতালেন তন্ময়-মিহি, নজর কাড়লেন হেদায়েত উল্লাহ তুর্কী!

পারিবারিক সম্পর্কের টানাপোড়েন আর হাস্যরসের চমৎকার মিশেল নিয়ে ইউটিউব চ্যানেল SAP Entertainment-এ সম্প্রতি মুক্তি পেয়েছে এক ঘণ্টার নাটক “কিপটা জামাই সুন্দরী বউ”। নাটকটির রচনা করেছেন সোহেল রানা, পরিচালনায় আছেন আব্দুল্লাহ আল মামুন, আর প্রযোজনায় সামসুল আলম। এই নাটকে হাসি, রাগ, ভালোবাসা এবং অপূর্ব সব পারিবারিক পরিস্থিতির চিত্র তুলে ধরা হয়েছে।

নাটকের কেন্দ্রীয় দুই চরিত্রে রয়েছেন তন্ময় সোহেল ও ফারজানা মিহি। কিপটা স্বামীর চরিত্রে তন্ময় যেমন হাসির খোরাক জুগিয়েছেন, তেমনি মিহির “সুন্দরী বউ” চরিত্রে রয়েছে দারুণ উপস্থিতি ও অভিনয়ের মুন্সিয়ানা।

তবে নাটকের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছেন হেদায়েত উল্লাহ তুর্কী, যিনি অভিনয় করেছেন ফারজানা মিহির দুলাভাইয়ের চরিত্রে। হেদায়েত উল্লাহ তুর্কীর সাবলীল অভিনয়, সংলাপ ডেলিভারি এবং চরিত্রে প্রাণ ঢেলে দেয়ার ক্ষমতা নাটকে বাড়তি রঙ যোগ করেছে। দর্শকরা তার চরিত্রে যেমন হাসির খোরাক পেয়েছেন, তেমনি এক বিশেষ আত্মীয়ের বাস্তব প্রতিচ্ছবিও দেখতে পেয়েছেন।

তার সঙ্গে নাটকে আরও রয়েছেন সাহেলা আক্তার, নাবিলা চৌধুরী এবং প্রযোজক সামসুল আলম, যিনি নিজেও অভিনয় করেছেন তন্ময় সোহেলের দুলাভাইয়ের চরিত্রে। প্রতিটি চরিত্রই নাটকের গল্পে নিজের অবস্থান দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করেছে।

গল্পে দেখা যায়, কিপটা স্বামীর অতিরিক্ত কিপটেমির কারণে সংসারে ধীরে ধীরে টানাপোড়েন শুরু হয়। সুন্দরী বউয়ের চোখে এসব বিষয় ধরা পড়ে, এবং ঘটতে থাকে একের পর এক হাস্যকর পরিস্থিতি। নানা মজার কাণ্ড আর রঙিন ঘটনার মাধ্যমে গল্প এগোয়, যা দর্শককে শুরু থেকে শেষ পর্যন্ত বেঁধে রাখে।

নাটকটি ইতিমধ্যে ইউটিউবে দর্শকদের দারুণ সাড়া পেয়েছে। বিশেষ করে যারা হালকা ধাঁচের পারিবারিক নাটক এবং কমেডি কনটেন্ট উপভোগ করেন, তাদের জন্য এটি এক ঘন্টার বিনোদনের দারুণ প্যাকেজ।

যদি আপনি পরিবার নিয়ে একসাথে হাসতে হাসতে সময় কাটাতে চান, তবে “কিপটা জামাই সুন্দরী বউ” নাটকটি আপনার প্লে-লিস্টে অবশ্যই রাখা উচিত!

নাটকটি দেখতে পাবেন: SAP Entertainment YouTube channel

 

একুশে সংবাদ/মা.প্র/এ.জে

Link copied!