শ্রীমঙ্গলের হবিগঞ্জ রোডস্থ পিসিবি জামে মসজিদ ও আশপাশের এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধানে উপজেলা প্রশাসন ও সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) সরেজমিন পরিদর্শন করেছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় এ পরিদর্শন অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিন এবং সওজ কর্মকর্তারা এসময় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও এনসিপি’র নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। তারা জলাবদ্ধতার কারণে জনগণের ভোগান্তি স্বীকার করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, মৌলভীবাজার জেলার যুগ্ম-সদস্য সচিব দেলোয়ার হোসেন; জাতীয় যুবশক্তি, মৌলভীবাজার জেলার সদস্য শেখ আহমদ নাঈম সাকিব ও আব্দুর রহমান সাদী; জাতীয় যুবশক্তি, শ্রীমঙ্গল উপজেলার সদস্য শরিফ আহমেদ এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, শ্রীমঙ্গল উপজেলার সদস্য মোঃ আরিফ বকস্।
স্থানীয়রা জানান, সড়কটির নীচু অংশে দীর্ঘদিন ধরে পানি জমে থাকায় চলাচলে চরম দুর্ভোগের শিকার হতে হয়। প্রশাসনের এই সরেজমিন উদ্যোগের ফলে তারা দ্রুত সমস্যার সমাধান আশা করছেন।
একুশে সংবাদ/মৌ.প্র/এ.জে