AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফটিকছড়িতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন


Ekushey Sangbad
আসগর সালেহী, চট্টগ্রাম
০৯:৪২ পিএম, ১০ সেপ্টেম্বর, ২০২৫

ফটিকছড়িতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৌনম বড়ুয়ার অপসারণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও সচেতন নাগরিক সমাজ। বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ডা. সৌনম বড়ুয়ার অদক্ষতা ও অবহেলার কারণে ফটিকছড়ির সাধারণ মানুষ সরকারি স্বাস্থ্যসেবার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। হাসপাতালের কার্যক্রমে সৃষ্টি হয়েছে নানা অনিয়ম ও বিশৃঙ্খলা। বক্তারা আরও জানান, ওষুধ সরবরাহ, রোগী সেবা, ডেলিভারি ও অ্যাম্বুলেন্স সেবায় একাধিক সিন্ডিকেটের মাধ্যমে অনৈতিক লেনদেন ও বাড়তি টাকা আদায় করা হচ্ছে নিয়মিতভাবে।

তাদের দাবি, ডা. সৌনম বড়ুয়া দায়িত্ব গ্রহণের পর থেকেই স্বাস্থ্যসেবার মান ভেঙে পড়েছে। হাসপাতালজুড়ে অপরিচ্ছন্ন পরিবেশ বিরাজ করছে এবং সিন্ডিকেটের মাধ্যমে পুরো কার্যক্রম নিয়ন্ত্রণ করা হচ্ছে।

মানববন্ধনে ছাত্র প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ভুক্তভোগী রোগীরা অংশ নেন। তারা অবিলম্বে ডা. সৌনম বড়ুয়ার অপসারণ দাবি করেন এবং দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

পরে মানববন্ধন থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কাছে স্বারকলিপি প্রদান করা হয়।



একুশে সংবাদ/চ.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!