নাটোরের বড়াইগ্রামে জোনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদকে আটক করেছে বড়াইগ্রাম থানা পুলিশ। বুধবার (১১ সেপ্টেম্বর) বিকালে জোনাইল বাজারে তার নিজ মুদি দোকান থেকে তাকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার ১২ জুন জোনাইল ইউনিয়নের দেশপাড়া গ্রামে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে রওশন আলী (৬৫) নামে এক বৃদ্ধ গুরুতর আহত হন। পরে ১৪ জুন নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের পরিবার বড়াইগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এ ঘটনায় জড়িত জোনাইল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ তখন হাইকোর্টের জামিনে ছিলেন।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার হোসেন জানান, চেয়ারম্যান আবুল কালামকে রাজনৈতিক মামলায় আটক করা হয়েছে। এছাড়া তার নামে একটি হত্যা মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আগামীকাল তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
একুশে সংবাদ/না.প্র/এ.জে