সময়ের সঙ্গে বদলাচ্ছে বেড়ানোর ধরন
সময় বদলাচ্ছে। বদলে যাচ্ছে বেড়ানোর ধরনও। ব্যস্ত জীবন থেকে মুক্তি পেতে এক টুকরো খোলা আকাশ, নদী, ঝর্নার সন্ধান দরকার। কিন্তু সেই পরিকল্পনার জন্যেও সময় খরচ করার সময় কই? অনেকেই এখন চাইছেন বেড়াতে যাবেন, গন্তব্যে পৌঁছবেন, হোটেল প্রস্তুত থাকবে, গাড়ি ঠিক করা থাকবে। কোনও ঝঞ্ঝাট, বাড়তি চিন্তা থাকবে না। ভ্রমণ হবে