সবুজ পত্র পল্লব আর সাদা ফুলে ঢাকা পড়েছে ভাওয়ালের শালবন
গাজীপুরের ভাওয়াল বন এখন সবুজ পত্র পল্লব আর সাদা মেঘের রঙে ঢাকা পড়েছে। দৃশ্য দেখে মনে হবে প্রকৃতির যৌবনের সবটুকই যেন শালবন দখল করে নিয়েছে। অপরিকল্পিতভাবে কল-কারখানা স্থাপন, দুষিত বর্জ্য, বিষাক্ত ধোঁয়ার মধ্যেও অনেকটা প্রতিযোগিতা করে শালবন যেন নতুন করে নিজেকে জাগিয়ে তুলতে চায়।
এ সময়ে শালবনে বিভিন্ন প্রজাতির পাখি আর