AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মারাকানায় চিলিকে উড়িয়ে দিল ব্রাজিল


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১০:১২ এএম, ৫ সেপ্টেম্বর, ২০২৫

মারাকানায় চিলিকে উড়িয়ে দিল ব্রাজিল

২০২৬ বিশ্বকাপ লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে দাপুটে এক জয় পেয়েছে ব্রাজিল। শুক্রবার ভোরে রিও ডি জেনেইরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে তারা ৩-০ গোলে হারিয়েছে চিলিকে।

এই জয়ে ১৭ ম্যাচ শেষে ২৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠেছে সেলেসাওরা। সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা রয়েছে শীর্ষে।

আগেই বিশ্বকাপে জায়গা নিশ্চিত হওয়ায় ম্যাচটি ছিল কোচ কার্লো আনচেলত্তির জন্য নতুন কৌশল ও খেলোয়াড়দের গভীরতা যাচাইয়ের সুযোগ। অন্যদিকে আন্তঃমহাদেশীয় প্লে-অফের শেষ আশা হারিয়ে বিশ্বকাপের দৌড় থেকে ছিটকে পড়েছে চিলি।

ম্যাচের প্রথম গোলটি আসে ৩৮ মিনিটে। তরুণ ফরোয়ার্ড এস্তাভিও দুর্দান্ত ব্যক্তিগত নৈপুণ্যে ডিফেন্ডারদের কাটিয়ে ঠাণ্ডা মাথায় বল জালে পাঠান। তার এই ফিনিশিং শুধু দলকে এগিয়ে দেয়নি, বরং মূল একাদশে জায়গা পাওয়ার যথার্থতাও প্রমাণ করেছে।

দ্বিতীয়ার্ধেও ব্রাজিলের আধিপত্য বজায় থাকে। ৭২ মিনিটে লুকাস পাকেতা লুইজ হেনরিকের নিখুঁত ক্রস থেকে হেড করে ব্যবধান দ্বিগুণ করেন। আর মাত্র চার মিনিট পর ব্রুনো গুইমারেসের গোল ম্যাচের ফল নিশ্চিত করে দেয়।

চিলি পুরো ম্যাচে প্রতিপক্ষের সঙ্গে পাল্লা দিতে ব্যর্থ হয়, আর ব্রাজিল তুলে নেয় একতরফা জয়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!