বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন। এবার তার সংসার আলোকিত করেছে এক কন্যা সন্তান।
বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে নবজাতকের জন্মের খবরটি ফেসবুকে শেয়ার করেন মিরাজ। তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর কৃপায় আমাদের কন্যা সন্তান জন্ম নিয়েছে। মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন। সবার কাছে সন্তানের জন্য দোয়া চাই।”
এর আগে ২০২০ সালের ১০ অক্টোবর স্ত্রী রাবেয়া আক্তার প্রীতির কোলজুড়ে এসেছিল এক পুত্র সন্তান। প্রায় পাঁচ বছর পর এবার কন্যাসন্তানের বাবা হলেন মিরাজ।
এশিয়া কাপ সামনে রেখে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন মিরাজ। পরিবারে নতুন অতিথি আগমনের মুহূর্তে স্ত্রী-সন্তানের পাশে থাকতে এই সিদ্ধান্ত নেন তিনি।
একুশে সংবাদ/এ.জে