ঝড়-বৃষ্টির পানিতে ধান, শ্রমিক সংকটে বিপাকে কৃষক
গত কয়েকদিনের বৃষ্টিতে দিনাজপুরের অনেক কৃষকের পাকা ধান পানিতে ডুবে গেছে এবং হেলে পড়েছে। পানিতে ডোবা ধান শ্রমিকরা কাটতে চাইছেন না। ধান কাটার শ্রমিকও মিলছে না। আবার শ্রমিক পেলে বেশি মজুরি গুনছে হচ্ছে কৃষকদের। ধান কাটা ও মাড়াই নিয়ে বিপাকে পড়েছেন কৃষক। ফলন কম এবং খরচ বেড়ে যাওয়ায় অনেকে লোকসান