“হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্যে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ উদযাপন করেছে ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। বুধবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত কর্মসূচির অংশ হিসেবে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালির নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার। এতে অংশ নেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বলেন, “সাবান দিয়ে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এটি শুধু ব্যক্তিগত পরিচ্ছন্নতা নয়, বরং ডায়রিয়া, টাইফয়েড, কলেরা, ইনফ্লুয়েঞ্জা ও করোনা ভাইরাসসহ নানা সংক্রামক রোগ থেকে সুরক্ষার অন্যতম কার্যকর উপায়।”
তিনি সবাইকে স্বাস্থ্যসম্মত জীবনযাপনের জন্য নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে আহ্বান জানান।
একুশে সংবাদ // র.ন