পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখা। বুধবার সকাল ১০টায় আয়োজিত এই কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
জেলা সভাপতি তসলিম হোসাইন সিকদারের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে গোপালগঞ্জ সদর, কাশিয়ানী, মুকসুদপুর, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার নিশ্চিত করতে ‘পিআর পদ্ধতিতে নির্বাচন’ বাস্তবায়ন জরুরি। পাশাপাশি তারা আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি উপস্থাপন করে সেগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
একুশে সংবাদ // র.ন