AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভিসা ফি প্রদানের প্রক্রিয়া ডিজিটাল হচ্ছে: বিডা চেয়ারম্যান


Ekushey Sangbad
অর্থ-বাণিজ্য ডেস্ক
০৬:২৩ পিএম, ১৫ অক্টোবর, ২০২৫

ভিসা ফি প্রদানের প্রক্রিয়া ডিজিটাল হচ্ছে: বিডা চেয়ারম্যান

সরকার ভিসা ফি প্রদানের প্রক্রিয়া সম্পূর্ণভাবে ডিজিটালাইজড করতে যাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। 

বুধবার (১৫ অক্টোবর) রাজধানীতে বিডার মাল্টিপারপাস মিলনায়তনে ‘ওয়ার্ক পারমিট ও সিকিউরিটি ক্লিয়ারেন্স প্রসেস’ বিষয়ক এক কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

বিডা চেয়ারম্যান বলেন, “বর্তমানে ভিসা ফি প্রদানের প্রক্রিয়াকে অনলাইনে রূপান্তরের কাজ চলছে। এই সংস্কার কার্যক্রম সম্পন্ন হলে আবেদনকারীরা ঘরে বসেই ফি পরিশোধ করতে পারবেন, ফলে আর কোনো অফিসে শারীরিকভাবে যেতে হবে না।”

তিনি আরও বলেন, “সরকার সামগ্রিক ভিসা নীতিমালায়ও বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে। এই পদক্ষেপের লক্ষ্য হলো বিদ্যমান দীর্ঘসূত্রতা ও জটিলতা দূর করে প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও কার্যকর করা।”

চৌধুরী আশিক মাহমুদ জানান, “১ অক্টোবর থেকে অনলাইন সিকিউরিটি ক্লিয়ারেন্স প্রক্রিয়া চালু হয়েছে। আগে যেখানে ৩৪টি নথি জমা দিতে হতো, এখন তা কমে ১১টিতে নেমে এসেছে—এটি একটি বড় অগ্রগতি।”

তিনি জোর দিয়ে বলেন, “জাতীয় নিরাপত্তার বিষয়ে কোনো আপস করা হবে না। বিডা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব সংস্থা একই উদ্দেশ্যে কাজ করছে—দেশের স্বার্থ ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার জন্য।”

কর্মশালায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), স্পেশাল ব্রাঞ্চ (এসবি), স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিডার প্রতিনিধি কর্মকর্তারা উপস্থাপনা দেন।

বিডার মহাপরিচালক মো. আরিফুল হক বলেন, “এসবি, এনএসআই, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনার মাধ্যমে আমরা একীভূত কর্মপরিকল্পনা তৈরি করছি।”

তিনি মাঠপর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “আপনারা নিয়মিতভাবে অভিজ্ঞতা ও সমস্যার তথ্য জানান। এসব তথ্য ভবিষ্যৎ সিদ্ধান্ত গ্রহণকে আরও সহজ ও কার্যকর করবে।”

একুশে সংবাদ // র.ন

Link copied!