AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাউয়েটে সাইবার সিকিউরিটি নিয়ে কর্মশালা ও র‍্যালি অনুষ্ঠিত


Ekushey Sangbad
সুরুজ আলী, জেলা প্রতিনিধি, নাটোর
০৬:০৭ পিএম, ১৫ অক্টোবর, ২০২৫

বাউয়েটে সাইবার সিকিউরিটি নিয়ে কর্মশালা ও র‍্যালি অনুষ্ঠিত

নাটোরের কাদিরা সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট)-এ সিএসই বিভাগের উদ্যোগে “সাইবার সিকিউরিটি ক্যারিয়ার” শীর্ষক কর্মশালা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী এই কর্মসূচি আয়োজন করা হয়।

কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান। তিনি বলেন, “বর্তমান যুগে তথ্যপ্রযুক্তির নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের শুধু পাঠ্য জ্ঞান নয়, সাইবার নিরাপত্তা বিষয়ে বাস্তব জ্ঞান অর্জনও জরুরি। অনলাইনে সতর্ক আচরণই আমাদেরকে সাইবার হুমকি থেকে রক্ষা করতে পারে।”

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাউয়েটের সাবেক শিক্ষার্থী, বাইট ক্যাপসুলের সিইও ও সাইবার সিকিউরিটি বিশ্লেষক সাকিব হক জিসান। পরে উপাচার্য তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্নেল মো. শওকত হুসেন (অব.), সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নূরুল ইসলাম, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, ইসিই অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।

সিএসই বিভাগের প্রধান সহকারী অধ্যাপক অনন্যা সরকারের সভাপতিত্বে ও শিক্ষার্থী মাইশা তাসনিমের সঞ্চালনায় কর্মশালাটি পরিচালিত হয়। এর আগে সকাল ১০টায় বাউয়েট প্লাজা থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

একুশে সংবাদ // র.ন

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!