AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আত্রাইয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন


Ekushey Sangbad
নাজমুল হক নাহিদ, আত্রাই, নওগাঁ
১২:২৬ পিএম, ১২ অক্টোবর, ২০২৫

আত্রাইয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় নওগাঁর আত্রাইয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন–২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে আত্রাই পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে জাতীয় টাইফয়েড ভ্যাকসিন (টিসিভি) টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন নবাগত আত্রাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুশফিকুর রহমান রাজীব।

উদ্বোধনী অনুষ্ঠানে ডা. মুশফিকুর রহমান রাজীব বলেন, “টাইফয়েড জ্বর একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা। এই টিসিভি টিকাদান কর্মসূচির মাধ্যমে শিশুদের টাইফয়েড রোগ থেকে সুরক্ষিত রাখা সম্ভব। টিসিভি টিকা অত্যন্ত নিরাপদ ও কার্যকর।”

তিনি কর্মসূচির লক্ষ্য ও গুরুত্ব তুলে ধরে স্বাস্থ্যকর্মী, শিক্ষক ও অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। পাশাপাশি প্রতিটি শিশুর টিকা নিশ্চিত করতে সবাইকে সহযোগিতার আহ্বান জানান।

এই কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশুকে বিনামূল্যে টিকা প্রদান করা হবে। মাসব্যাপী এই টিকাদান কর্মসূচি চলবে উপজেলা জুড়ে।

এসময় উপস্থিত ছিলেন আত্রাই থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাযাহারুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী মো. শাহী আলম সোহাগ, স্বাস্থ্য পরিদর্শক শ্যামল কুমার প্রাং, এমটিইপিআই ভারপ্রাপ্ত মো. শহিদুল ইসলাম, সিনিয়র স্টাফ নার্স রেজোয়ান আল মাহমুদ ও মোছা. আফরোজা বানু প্রমুখ।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!