AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গৌরীপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত


Ekushey Sangbad
মো. হুমায়ুন কবির, গৌরীপুর, ময়মনসিংহ
০৭:০৩ পিএম, ১৫ অক্টোবর, ২০২৫

গৌরীপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত

ময়মনসিংহের গৌরীপুরে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫। বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয় দিবসটির মূল অনুষ্ঠান।

এ বছরের প্রতিপাদ্য ছিল— “হাত ধোয়ার নায়ক হোন” (Be a Hand Washing Hero)। উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পা বর্ণাঢ্য র‍্যালির উদ্বোধন করেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপসহকারী প্রকৌশলী সালাউদ্দিন সোহেল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন, সাধারণ সম্পাদক শেখ বিপ্লব, সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হেলাল উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল হালিম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম এবং রিপোর্টার্স ক্লাবের সভাপতি রায়হান উদ্দিন সরকারসহ স্থানীয় প্রশাসন ও গণমাধ্যমকর্মীরা।

দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শন ও স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। অতিথিরা বলেন, “নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা সুস্থ জীবনের মূলভিত্তি। পরিবার ও সমাজে সবাইকে হাত ধোয়ার নায়ক হতে হবে।”

একুশে সংবাদ // র.ন

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!