AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০১ অক্টোবর, ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ব্রেন টিউমারে আক্রান্ত অভিনেতা ইলিয়াস কাঞ্চন


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৮:১৭ পিএম, ১ অক্টোবর, ২০২৫

ব্রেন টিউমারে আক্রান্ত অভিনেতা ইলিয়াস কাঞ্চন

জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা এবং নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন দীর্ঘ সাত মাস ধরে গুরুতর অসুস্থতায় ভুগছেন। তিনি ব্রেন টিউমারের সমস্যায় আক্রান্ত এবং গত পাঁচ মাসের বেশি সময় ধরে লন্ডনে চিকিৎসাধীন আছেন।

বুধবার (১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ‘২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ইলিয়াস কাঞ্চনের ছেলে ও নিসচার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয় কানাডা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই তথ্য নিশ্চিত করেন।

মিরাজুল মইন জয় জানান, এ বছরের শুরুতেই তার বাবার শারীরিক অবস্থার অবনতি ঘটে। তিনি কথা বলতে গিয়ে আটকে যেতেন এবং কোনো কিছু মনে রাখতে সমস্যার মুখে পড়তেন। ৯ এপ্রিল তাঁকে ঢাকার ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। এমআরআই রিপোর্টে দুই দিন পর জানা যায়, তাঁর মাথায় একটি টিউমার রয়েছে, যার কারণে কথা বলা ও স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাচ্ছিল।

১৩ এপ্রিল আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসাইন্সে চিকিৎসকরা বোর্ড গঠন করে মত দেন যে, টিউমারটি ব্রেনের গভীরে গুরুত্বপূর্ণ নার্ভের সংযোগস্থলে অবস্থান করছে, তাই অপারেশন ঝুঁকিপূর্ণ। এরপর পারিবারিক সিদ্ধান্তে তাঁকে লন্ডনে নেওয়া হয়।

২৬ এপ্রিল তিনি লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন এবং পৌঁছে হারলি স্ট্রিট ক্লিনিকে নিউরোসার্জারি বিশেষজ্ঞের অধীনে চিকিৎসা শুরু হয়। দীর্ঘ তিন মাস পরীক্ষা-নিরীক্ষার পর ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে তার মাথায় জটিল অস্ত্রোপচার সম্পন্ন করা হয়।

বর্তমানে ইলিয়াস কাঞ্চনের চিকিৎসা অব্যাহত রয়েছে। মিরাজুল মইন জয় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন যাতে তার বাবা দ্রুত সুস্থ হয়ে উঠেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!