টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করার পর ওয়ানডে ফরম্যাটে টাইগারদের পারফরম্যান্স বদলে গেছে। প্রথম ম্যাচে ব্যাটিংয়ে ব্যর্থ হওয়ায় বাংলাদেশ হারেছে, ফলে সিরিজে টিকে থাকতে আজ জিততে হবে মেহেদি হাসান মিরাজের নেতৃত্বাধীন দলকে।
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়, আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে।
বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে। প্রথম ম্যাচের তুলনায় বাদ পড়েছেন হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ। তাঁদের স্থলে খেলবেন রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান। অর্থাৎ, এক পেসার কমিয়ে বাংলাদেশ অতিরিক্ত স্পিনার খেলাচ্ছে। আফগানিস্তানের একাদশে কোনো পরিবর্তন নেই।
পরিসংখ্যান অনুযায়ী, ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড কিছুটা এগিয়ে। মোট ২০ ম্যাচে বাংলাদেশ জিতেছে ১১টি, আফগানিস্তান জয় পেয়েছে ৯টি।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান, জাকের আলী, তাওহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব।
আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ অটল, রহমত শাহ, হাশমতুল্লাহ শহীদি (অধিনায়ক), আজমাতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, নাঙ্গেলিয়া খারোতে, আল্লাহ গজানফার, বশির আহমেদ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

