AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাজে ব্যাটিংয়ে আফগানিস্তানের কাছে সিরিজ হারলো বাংলাদেশ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:০৮ এএম, ১২ অক্টোবর, ২০২৫

বাজে ব্যাটিংয়ে আফগানিস্তানের কাছে সিরিজ হারলো বাংলাদেশ

টি-টোয়েন্টি সিরিজে আফগানদের হোয়াইটওয়াশ করলেও ওয়ানডে ফরম্যাটে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারল না বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ৮১ রানে হেরে সিরিজ হারলো টাইগাররা। শনিবার (১১ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ১৯০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ গুটিয়ে যায় মাত্র ১০৯ রানে।

এই জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে আফগানিস্তান। আগের দুই ওয়ানডে সিরিজের মতো এবারও টাইগারদের হারাল তারা।

ব্যাট হাতে শুরু থেকেই ধস নামে বাংলাদেশের ইনিংসে। ইনিংসের প্রথম ওভারেই আজমাতউল্লাহ ওমরজাইয়ের বলে তানজিদ হাসান তামিম ফিরেন বশির আহমেদের হাতে ক্যাচ দিয়ে। এরপর ২৫ রানে দ্বিতীয় আঘাত আসে—নাজমুল হোসেন শান্ত রানআউটে কাটা পড়েন মাত্র ৯ বলে ৭ রানে।

সাইফ হাসানও ইনিংস বড় করতে ব্যর্থ হন; ২৩ বলে ২২ রান করে ওমরজাইয়ের শিকার হন। অধিনায়ক মেহেদি হাসান মিরাজ (৭ বলে ৪), জাকের আলী (৪৩ বলে ১৮) ও নুরুল হাসান সোহান (২০ বলে ১৫)—কেউই দলকে উদ্ধার করতে পারেননি। মাত্র দুই রানের ব্যবধানে (৯৮ থেকে ১০০) চার ব্যাটারের বিদায়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ।

রশিদ খান ছিলেন বিধ্বংসী ফর্মে; তিনি একাই নেন ৫ উইকেট। তার ঘূর্ণির জালে বন্দি হন রিশাদ, তানজিম ও তানভীরসহ একাধিক ব্যাটার। ওমরজাই তুলে নেন ৩ উইকেট এবং নাঙ্গেলিয়া খানরাতে নেন ১ উইকেট।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৪৪.৫ ওভারে ১৯০ রানে থামে আফগানিস্তানের ইনিংস। ইব্রাহিম জাদরান খেলেন ১৪০ বলের ধৈর্যশীল ইনিংস, যেখানে ছিল ৩টি চার ও ১টি ছক্কা—তার ব্যাট থেকে আসে দলের সর্বোচ্চ ৯৫ রান।

অন্যদিকে, ওপেনার রহমানউল্লাহ গুরবাজ (১১), সেদিকুল্লাহ আতাল (৮), অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি (৪) ও আজমাতউল্লাহ ওমরজাই (০) কেউই বড় স্কোর গড়তে পারেননি। শেষদিকে গাজানফার ১৮ বলে ২২ রান যোগ করেন।

বাংলাদেশের হয়ে মেহেদি হাসান মিরাজ নেন ৩টি উইকেট, তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেন পান ২টি করে উইকেট, আর তানভীর ইসলাম শিকার করেন ১ উইকেট।

ফলাফল—আফগানিস্তান ১৯০, বাংলাদেশ ১০৯। ম্যাচ ও সিরিজ দুটোই আফগানদের ঘরে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!