কাই তাক স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইপর্বের ফিরতি লেগে হংকংয়ের সঙ্গে ১-১ ড্র খেলেছে বাংলাদেশ। ম্যাচে একের পর এক সুযোগ নষ্ট করার কারণে টাইগাররা জয় নিশ্চিত করতে পারেনি। এতে এশিয়ান কাপে খেলার আশা প্রায় শেষ বলে মনে হচ্ছে।
ম্যাচের ২২ মিনিটে ফ্রিকিক পাওয়া সত্ত্বেও গোল করতে ব্যর্থ হয় বাংলাদেশ। ৩৬ মিনিটে তারিক কাজী হংকং ফরোয়ার্ডকে ফাউল করলে রেফারি পেনাল্টি এবং হলুদ কার্ড দেখান। পেনাল্টি থেকে গোল করে হংকং এগিয়ে যায় ম্যাথিউ ওরের মাধ্যমে। প্রথমার্ধের শেষের দিকে হামজার বাড়ানো একটি বল বাংলাদেশকে সমতায় ফেরানোর সুযোগ দেয়, কিন্তু ফিনিশিংয়ের অভাবে তা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে বাংলাদেশ পূর্ণ শক্তি নিয়ে খেলতে থাকে। ৭৬ মিনিটে হংকংয়ের একজন খেলোয়াড় লাল কার্ডে মাঠ ছাড়লে তারা ১০ জনে নামতে বাধ্য হয়। ৮৩ মিনিটে রাকিবের গোলে বাংলাদেশ সমতায় ফেরে, কিন্তু আরও কোনো গোল আসে না। শেষ পর্যন্ত ১-১ ড্র নিয়েই ম্যাচ শেষ হয়।
বাংলাদেশের খেলোয়াড়রা মাঠ ছাড়লেও এশিয়ান কাপের মূলপর্বে খেলার স্বপ্ন আরেকটু দেরিতে বাস্তবায়িত হওয়ার অপেক্ষায় রয়েছে।
একুশে সংবাদ//র.ন