বরিশাল জেলার উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের সেনেরহাট বাজারে গত শনিবার ভোররাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০টি দোকানের মালিককে নগদ অর্থ বিতরণ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী।
মঙ্গলবার রাতে উজিরপুর উপজেলা জামায়াতে ইসলাম আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ তুলে দেন প্রধান অতিথি বরিশাল জেলা জামাতের নায়েবে আমীর মাস্টার আব্দুল মান্নান। অনুষ্ঠানে বরিশাল জেলা ওলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা কাউসার হোসাইন, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল খালেক এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ খোকন সরদারও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৪ অক্টোবর ভোররাতে সেনেরহাট বাজারে অগ্নিকাণ্ডে জামায়াতের ওয়ার্ড কার্যালয়সহ পল্লী চিকিৎসক সাইদুল ইসলাম শামীমের ঔষধের দোকান, মোঃ কাউসার হোসেনের খাবার হোটেল, আব্দুল হাকিমের ঔষধের দোকান, মোঃ মাহফুজ খানের জুতা ও গার্মেন্টস শোরুম, রুবেল হাওলাদারের ইলেকট্রিক্যাল দোকান, নুরুল হক হাওলাদারের পান সুপারির দোকান, হানিফ ব্যাপারীর হার্ডওয়ারের দোকান ও জহিরুল ইসলাম, রুবেল ও সাহাজানের দোকান সম্পূর্ণভাবে ধ্বংস হয়।
জামায়াত ইসলামী জানিয়েছে, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো এবং বাজারের পুনর্গঠন ও স্থানীয় ব্যবসায়িক কার্যক্রম পুনরায় সচল করতে এ ধরনের সহায়তা অব্যাহত রাখা হবে।
একুশে সংবাদ // র.ন