জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠকে সভাপতিত্ব করছেন কমিশনের চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক শুরু হয়। প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
এর আগে বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের একটি প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেও সভাপতিত্ব করেন ড. মুহাম্মদ ইউনূস।
সূত্র জানায়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই সংলাপে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া, গণতান্ত্রিক রূপান্তরের রূপরেখা ও নির্বাচনকালীন সরকারের কাঠামো নিয়ে আলোচনা হচ্ছে।
একুশে সংবাদ // র.ন