ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে দায়ের করা তিনটি পৃথক দুর্নীতি মামলায় আজ আরও ১২ জন সাক্ষ্য দিয়েছেন। এসব সাক্ষ্যগ্রহণ ঢাকার বিশেষ জজ আদালত-৫-এ বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের আদালতে অনুষ্ঠিত হয়। আদালত পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ২৯ অক্টোবর দিন ধার্য করেছেন।
আজকের সাক্ষ্যগ্রহণে প্রথম মামলায় পাঁচজন, দ্বিতীয় মামলায় পাঁচজন এবং তৃতীয় মামলায় দুইজন সাক্ষী দেন। এর আগে তিন মামলায় মোট ৬৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
প্রথম মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ৪৭ জনকে আসামি করা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করে ৩০ কাঠা সরকারি জমি বরাদ্দ নেওয়া। দ্বিতীয় মামলায় শেখ হাসিনা, জয়সহ ১৭ জন এবং তৃতীয় মামলায় শেখ হাসিনা, পুতুলসহ ১৮ জনকে আসামি করা হয়েছে।
দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী জানিয়েছেন, গত ১৪ জানুয়ারি প্রথম মামলাটি দায়ের করা হয়। তদন্ত শেষে ১০ মার্চ আদালতে চার্জশিট দাখিল করা হয়। দ্বিতীয় মামলাটি দায়ের করা হয় ১৪ জানুয়ারি, আর তৃতীয় মামলাটি ১২ জানুয়ারি। তদন্ত শেষে আদালতে যথাক্রমে চার্জশিট দাখিল করা হয়।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র ও প্রশাসনিক কর্মকর্তারা, রাজউক-এর সাবেক চেয়ারম্যান ও সদস্যগণ, সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী, মেজর (ইঞ্জি.) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.) এবং সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব।
গত ৩১ জুলাই আদালত এই তিন মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। মামলার সাক্ষ্যগ্রহণ চলমান এবং পরবর্তী ধাপে আরও সাক্ষ্যগ্রহণ হবে।
একুশে সংবাদ // র.ন