জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ছোট পর্দার বাইরে এখন বড় পর্দায়ও নিয়মিত কাজ করছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি খোলামেলা কথা বলেন তার ব্যক্তিগত ভাবনা, ভবিষ্যৎ পরিকল্পনা ও ক্যারিয়ার নিয়ে।
দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে ভয় পান উল্লেখ করে মেহজাবীন বলেন, “ভবিষ্যৎ নিয়ে অনেক কিছু ভাবতে চাই না। আমরা জানি না সামনে কী অপেক্ষা করছে। তাই দূরের কোনো পরিকল্পনা আমাকে ভীত করে।”

অভিনেত্রীর মতে, একজন শিল্পীর আসল পরিচয় তার কাজেই ফুটে ওঠে। তিনি বলেন, “আমার কাজই আমার হয়ে কথা বলুক। ভালো বা খারাপ করা নিয়ে আলাদা আলোচনা হতেই পারে, তবে শেষ পর্যন্ত দর্শকের কাছে কাজটাই গুরুত্ব পাবে।”

বড় পর্দায় কাজ চালিয়ে যেতে চান জানিয়ে মেহজাবীন আরও বলেন, “সিনেমা শুরু করেছি, ভবিষ্যতেও করব। যদি ভালো গল্প আর চরিত্র পাই, আমি অবশ্যই কাজ করব।”

এ সময় নতুন কাজের ঘোষণা না দেওয়ায় দর্শকদের ক্ষোভের প্রসঙ্গও তুলে ধরেন তিনি। মেহজাবীন জানান, অনেক সময় প্রযোজনা প্রতিষ্ঠানের শর্তের কারণে আগে থেকে কিছু বলতে পারেন না। তার ভাষায়, “কোনো প্রজেক্টে যুক্ত হলে প্রথমে প্রোডাকশন হাউস আমাদের থেকে চুক্তি নেয়। সেখানে বলা থাকে তারা-ই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবে। কবে কী জানানো হবে, কবে মুক্তি পাবে—এসব নির্দিষ্ট স্ট্র্যাটেজি অনুযায়ী ঠিক করা হয়।”
একুশে সংবাদ/এ.জে