বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা কর্মসূচি প্রচারে লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারের নির্দেশে এই লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালিত হয়।
কার্যক্রমের অংশ হিসেবে বানিহালা ইউনিয়নের বটতলা বাজার ও মাঝিয়ালী বাজার এলাকায় পথচারী, ব্যবসায়ী ও স্থানীয় জনগণের মাঝে বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন ময়মনসিংহ উত্তর জেলা মৎস্যজীবী দলের সভাপতি হযরত আহাম্মেদ সাকিব। এ সময় উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও বানিহালা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছায়াদুল ইসলাম মণ্ডল, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহেল রানা, জেলা মৎস্যজীবী দলের দপ্তর সম্পাদক সুজন সরকার, উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মামুন সরকার, যুগ্ম আহ্বায়ক আবুল বাশার খোকন, আহাদুজ্জামান আহাদ, বুলবুল আহমেদ, সাইফুল ইসলাম, গিয়াস উদ্দিন, এনামুল হক আকন্দ, লাইক মিয়া, রিপন সরকার, কাইয়ুম মুন্সি এবং বানিহালা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
লিফলেট বিতরণ শেষে একটি পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার কর্মসূচি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা ও জনগণের অধিকার নিশ্চিতের রূপরেখা। জনগণের কাছে এই বার্তা পৌঁছে দিতে প্রতিটি ইউনিয়নে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।
একুশে সংবাদ//র.ন